Read Time:42 Second
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৪৩৬,০০৭ । মৃতের সংখ্যা ৩২,৮২৩ । এই মুহূর্তে চিকিৎসাধীন ৪৮৪,১৮৭ । ফের এক দিনে রেকর্ড সংক্রমণ ৪৯,৯০১, একদিনে মৃত ৭০৮, একদিনে সুস্থ ৩১,৯৯১ । সুস্থতার হার বেড়ে ৬৩.৯২ শতাংশ । মৃত্যুর হার কমে ২.২৮ শতাংশে দাঁড়িয়েছে । করোনা শুরুতে যেমন বিপজ্জনক ছিল এখনও তেমনই বিপজ্জনক আছে, গত কাল ‘মন কি বাত’ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
