Read Time:1 Minute, 23 Second
তখনও রুপোর প্রথম ইটটা গাঁথেননি প্রধানমন্ত্রী। তার বেশ কয়েক ঘণ্টা আগেই ঐক্যের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই পরিবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, “হিন্দু, মুসলিম, শিখ আমরা সবাই ভাই-ভাই। আমার ভারত মহান, মহান আমাদের হিন্দুস্তান। এই দেশ সবসময় প্রাচীন বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে অনুসরণ করে এসেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই সংস্কৃতি সংরক্ষিত রাখব ।”
লকডাউন নিয়ে রাজনৈতিক মহলে নানা তর্জা চললেও লকডাউন ওঠেনি আজ ৫-ই আগস্ট। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “এই রাজ্যের মানুষ সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতিতে বিশ্বাসী। এমন কিছু করা হবেনা যাতে সে পরিবেশ নষ্ট হয়।
এ দিন রাজ্য বিজেপি নেতাদের বাড়িতে কিছু প্রতীকী অনুষ্ঠান হয়েছে। রাজভবনে প্রদীপ জ্বালিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।
