প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মরিশাসের সুপ্রিম কোর্টের নতুন ভবনের উদ্বোধন করবেন মরিশিয়ান সমকক্ষ পিকে জগন্নাথের সাথে। মরিশাসের সুপ্রিম কোর্টের নতুন ভবনটি ভারতের সহযোগিতায় নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং পিকে জগন্নাথ বিল্ডিং-এর ভার্চুয়াল উদ্বোধন করবেন ।
এই ভার্চুয়াল প্রোগ্রামে উভয় দেশের বিচার বিভাগের লোক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই ভবনটি নির্মাণে ভারতের একটি বড় অবদান রয়েছে। সুপ্রিম কোর্টের নতুন ভবনটি মরিশাসের রাজধানী পোর্ট লুইসে নির্মিত হয়েছে। এটি মরিশাসের প্রথম অবকাঠামো প্রকল্প যা ভারতের সহায়তায় প্রস্তুত। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের এই প্রকল্পটি ২০১৬ সালে মরিশাসকে ভারত সরকার প্রদত্ত ৩৫.৩ কোটি ডলারের ‘বিশেষ অর্থনৈতিক প্যাকেজ’ এর অধীনে চালু করা পাঁচটি অবকাঠামো প্রকল্পের মধ্যে একটি।
