সুশান্ত সিং রাজপুতের ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে ১৩ জুন অর্থাৎ আত্মহত্যার আগের রাতে কোনো পার্টিই হয়নি, হাজির হননি কেউ। অন্যদিনের মতোই সেদিনও নাকি সুশান্ত নিজের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে যান । বিহার পুলিসের জিজ্ঞাসাবাদের সময় এমনই দাবি সুশান্ত সিং রাজপুতের বাড়ির পরিচারকের । ১৩ জুন রাতে নিজের ফ্ল্যাটে এক পার্টির আয়োজন করেন সুশান্ত সিং রাজপুত যেখানে হাজির ছিলেন বলিউডের একাদিক ব্যক্তিত্ব এমনটাই জানা গেছিল এর আগে। যদিও মুম্বই পুলিসের তরফে ওই দাবি খারিজ করে দেওয়া হয়। মুম্বই পুলিসের পর এবার বিহার পুলিশের তরফে জানানো হয়, সুশান্তের ফ্ল্যাটে ১৩ জুন রাতে কোনও পার্টি হয়নি।
আরেকদিকে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিটানিকে নিয়েও উঠেছে নানা কথা এবার জানা গেল সুশান্ত সিং রাজপুতের পরিবার তাঁর উপর প্রভাব খাটাচ্ছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য। ইমেইল করে মুম্বই পুলিসের কাছে এমনই দাবি করেছেন সিদ্ধার্থ ।

