Read Time:40 Second
সবচেয়ে প্রত্যাশিত কন্নড় ছবি KGF এর দ্বিতীয় অধ্যায় থেকে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের প্রথম লুক আজ ২৯ জুলাই প্রকাশিত হল । ডিরেক্টর প্রশান্ত নীলের KGF এর প্রথম অধ্যায় শুধুমাত্র ভারতে নয় সারা দেশ জুড়ে রিলিজ করেছে । ছবির সাফল্যের পরে নির্মাতারা একটি সিক্যুয়াল ঘোষণা করেছিলেন,যেখানে যশ ও সঞ্জয় দত্তকে মুখ্য চরিত্রের নেওয়ার কথাও বলেছিলেন তাঁরা ।
