Read Time:1 Minute, 20 Second
ঠিক যেমনটা কথা দিয়েছিলেন এই বলিউড অভিনেতা সোনু সুদ, তেমনই ৩ লক্ষ বেকার যুবকের পাশে দাঁড়িয়ে কাজের ব্যবস্থা করে দিলেন তিনি । করোনা পরিস্থতিতে লকডাউনের মধ্যে বহু পরিযায়ী শ্রমিককে, বহু মানুষকে বাড়ি পৌঁছে দিতে সাহায্য করেহিলেন এই তারকা । পাশাপাশি আর্থিক সাহায্য, খাদ্য সামগ্রী প্রদান করে গরীব মানুষদের কাছে ভালোবাসার মানুষ হয়ে উঠেছেন সোনু । এবার নিজের জন্মদিনে এই দুর্দান্ত পদক্ষেপ নিলেন তিনি । গত বৃহস্পতিবার নিজের ৪৭ তম জন্মদিনে কাজ হারানো ৩ লক্ষ প্রবাসী শ্রমিক পরিযায়ীদের কাজের সুযোগ করে দিয়েছেন । কয়েকদিন আগেই ‘প্রবাসী রোজগার’ নামে একটি অ্যাপ চালু করেন সোনু যার মাধ্যমে অন্যান্য দেশ থেকে কাজ হারিয়ে দেশে ফেরা এবং দেশের অসহায় পরিযায়ীদের কাজ দেওয়ার সংকল্প ছিল সোনুর ।
