টুইট করে ভিডিওতে ট্রাম্প দাবি করেছেন, মার্কিন শিশুরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। এই তথ্যকেই কোভিড সংক্রান্ত ভুল এবং বিভ্রান্তিমূলক তথ্য বলে অভিযোগ জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। করোনা নিয়ে ভুয়ো ও বিভ্রান্তিমূলক তথ্য এটি। এমনটাই অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তাই, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি হল। আপাতত ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে করোনা সংক্রান্ত ওই সমস্ত তথ্যও।
আপত্তি তুলে ভিডিওটি সরিয়ে দিয়েছে ফেসবুকও। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্বে থাকা ‘টিম ট্রাম্প’কে এর জন্য দায়ী করা হয়েছে। টুইটারের তরফে বলা হয়েছে, ভিডিওটি যাঁরা পোস্ট করেছেন, তাঁদেরকেই তা মুছে ফেলতে হবে। সেই শর্ত মানলে তবেই ফের টুইটার ব্যবহারের অনুমোদন মিলবে।
