Read Time:1 Minute, 16 Second
উৎসবের মরশুমে দুর্গাপুজোর অনুমতি পাওয়া গেলেও লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্য সরকার তেমন আগ্রহ দেখাচ্ছে না বলেই অভিযোগ রেলের। ইতিমধ্যেই লোকাল ট্রেন চালু নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে বৃহস্পতিবার রেলের তরফে জানানো হয়, রাজ্য সরকার জবাব না দেওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে পুজোর আগে চলছে না লোকাল ট্রেন। রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে ট্রেন চালানোর বিধিনিয়ম ঠিক হওয়ার কথা। সেই বিধি চূড়ান্ত হলে তা কার্যকর করতে রেলের অন্তত ১০ দিন লাগবে। গত মার্চ থেকে বন্ধ কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন পরিষেবা। মুম্বইয়ে লোকাল ট্রেন পরিষেবা শুরু হলেও কলকাতায় তা শুরু হয়নি। কিন্তু রাজ্যের নীরবতায় লোকাল ট্রেন চালু কার্যত বিশ বাঁও জলে বলেই দাবি রেলের।
