Read Time:1 Minute, 15 Second
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার ১২ বছরের এক বালক ও ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত বালকের নাম ফয়জান আহমেদ, সে তিলজলার বাসিন্দা । সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পার্ক সার্কাসের এক শিশু হাসপাতালে ভর্তি করানো হয়েছিল । সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয় । অন্যদিকে মৃত্যু হয়েছে সায়ন্তন বন্দ্যোপাধ্যায় নামে হাওড়ায় এক কিশোরের । পরিবারের তরফে জানানো হয়, হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে গত শনিবার ভর্তি করা হয়েছিল তাকে । রবিবার সকালে সায়ন্তন মারা যায় । ডেঙ্গি ও করোনার এই দাপটে মুখ্যমন্ত্রী এ দিন নবান্নে বলেন, ‘‘জুলাই-অগস্ট মাসে কোভিড পিকে থাকবে। বর্ষা শুরু হয়েছে। তাই ডেঙ্গিকেও অবহেলা করবেন না। জল জমতে দেবেন না, এলাকা পরিষ্কার রাখবেন।’’ ।
