Read Time:51 Second
রাষ্ট্রপতি জাইর বলসোনারোর স্ত্রী মিশেল বলসোনারো ব্রাজিলের ফার্স্ট লেডি করোনা আক্রান্ত।প্রেসিডেন্টের কার্যালয় তরফে নিশ্চিত করা জানানো হয় । এখনও তাঁর শরীর ভালো আছে বলে জানা যাচ্ছে। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রাষ্ট্রপতি জাইর বলসোনারো, যদিও এখনও তিনি সম্পূর্ণ সুস্থ । ব্রাজিল সরকারের মোট ৫ জন মন্ত্রীরও করোনা পজিটিভ । বৃহস্পতিবার নিজেই নিজের অসুস্থতার খবর দেন ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ম্যাক্রস পোন্টেস।
