সুজিত বসুর পর রাজ্য মন্ত্রিসভায় ফের করোনা সংক্রমণ। এবার কোভিডে আক্রান্ত হলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ।সোমবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রিপোর্ট আসে পজিটিভ। প্রথমে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে স্বপনবাবুকে স্থানান্তরিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে৷
এমনিতে বাংলার রাজনীতিতে বিভিন্ন দলের নেতারা কোভিডে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ফলতার তিন বারের তৃণমূল বিধায়ক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সাথী তমোনাশ ঘোষের। কয়েক দিন আগেই কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী।
সুজিতবাবুই রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যাঁর শরীরে কোভিডে সংক্রমণ ধরা পড়েছিল। তবে ইতিবাচক যে তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না৷ তাই প্রথমে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি৷
তারপর তাকে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিছুদিন পর সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন৷
