Read Time:1 Minute, 29 Second
ফিল্ম ইন্ডাস্ট্রিতে করোনার আক্রমণ ঘটেছে অনেক আগেই। কিন্তু এবার আক্রান্ত হলেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। আক্রান্ত অভিষেকও। পরিবারের বাকি সদস্য করোনা মুক্ত। নিজেই ট্যুইট করে অসুস্থতার কথা জানিয়েছেন বিগ বি পাশাপাশি গত দশ দিনে তাঁর সংস্পর্শে আসা সকলকেই করোনা পরিক্ষা করানোর আবেদনও করেছেন তিনি। গতকাল কোভিড -১৯ পজিটিভ নিয়ে ভর্তি হয়েছেন নানাভতি হাসপাতালে। চিন্তিত গোটা ইন্ডাস্ট্রি, বহু বিশিষ্ট জনেরা ট্যুইটের মাধ্যমে শোক প্রকাশ করেছেন,যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং সমস্ত কর্মীদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও করেছেন বিগ বি। তিনি বলেন সমস্ত ডাক্তার-নার্সদের প্রতি তিনি কৃতজ্ঞ, ভগবানের রূপে তাঁরাই মানুষের সেবা করছেন।
বলিউড শাহেনসাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের কামনা।