Read Time:1 Minute, 5 Second
মঙ্গলবার রাজীব নগর থানায় রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা । পুলিশ আধিকারিকের কাছ থেকে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪২০, ৩০৬, ১২০B ধারায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং । রিয়া সুশান্তকে তাঁর পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন বলেই অভিযোগ করছেন তিনি । রিয়া সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সামলাতেন। এমনকী, সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে। পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার সিং জানিয়েছেন, চারজন পুলিশের একটি দল মুম্বই গেছে তন্দন্ত করতে ।
