Read Time:1 Minute, 4 Second
রাজনৈতিক সংঘর্ষের জেরে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে আহত ৬ জন বিজেপি কর্মী, জানা যায় গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হেঁড়িয়া অঞ্চলে বৈঠক চলাকালীন কয়েকজন তাঁদের ওপর চড়াও হয় এবং রড লাঠি ও ধারালো অস্ত্রে দিয়ে মারধর করে বলে অভিযোগ । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । গুরুতর আহত হয়েছেন 6 জন বিজেপি কর্মী, তাঁদের হেঁড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হদ । অন্য দিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল । পাল্টা অভিযোগ, অন্তর্দ্বন্দ্বের ফলে এই ঘটনা, ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, ঘটনার তদন্ত করছে খেজুরি থানার পুলিশ।

