Read Time:1 Minute, 15 Second
গত কয়েকদিন আগে করোনাতে আক্রান্ত হন কোয়েল-সহ মল্লিকপরিবারের সকলেই। অভিনেত্রী নিজেই ট্যুইট করে জানান তাঁর এবং তাঁর পরিবারের অসুস্থতার কথা । আপাতত সকলেই হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন। ফের দ্বিতীয় দফার করোনার টেস্টের রিপোর্টও পজিটিভ আসে কোয়েল, তাঁর স্বামী পাল সিং এবং কোয়েলের মা দীপা মল্লিকের । তবে দ্বিতীয় দফার টেস্টে কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানা গেছে । তবে এখনও বেশ দুর্বল তিনি । আপাতত হোম আইসোলেশনেই রয়েছে সবাই। ফের করোনা পরীক্ষা করাতে পারেন মল্লিক পরিবাএর সদস্যরা । খুব শীঘ্রই তাঁদের অ্যারও একবার পরীক্ষা করানো হতে পারে। হলে বৃহস্পতি-শুক্রবারের মধ্যেই চলে আসতে পারে রিপোর্ট, জানিয়েছেন খোদ নিসপাল ।
