Read Time:1 Minute, 24 Second
চীনের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের । ৪৭ টি অ্যাপ নিষিধ্য করল কেন্দ্র । নজরে অ্যারও ২৭৫ টি চীনা অ্যাপ যার মধ্যে রয়েছে থাকছে PUBG, রেসো, লুডো ওয়ার্ল্ড এর মত অ্যাপ্লিকেশন ।

এর আগেও গত মাসে ৫৯ টি অ্যাপ ব্যান করা হয়েছে । ৪৭ টি চীনা অ্যাপ ব্যান করল তথ্যপ্রযুক্তি মন্ত্রক । তবে অ্যারোও ২৫০ টিরও বেশি অ্যাপ নিশিধ্য করা হতে পারে । সুত্রের খবর এই ৪৭ টি অ্যাপ আগের ব্যান করা ৫৯ টি অ্যাপের ক্লোন ছিল । যদিও সদ্য নিষিধ্য অ্যাপগুলির নাম এখনও জানানো হয়নি এবং কোন প্রকার আধিকারিক মন্তব্যও করেননি কেউ । মোট ১০৬ টি অ্যাপ বর্তমানে ভারতে নিষিধ্য করল কেন্দ্র । অ্যাপগুলির মাধ্যমে প্রাইভেসি নিয়মের শর্তাবলি মানা হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখবে সরকার । এছাড়াও কয়েকটি চীনা ইন্টারনেট কোম্পানির ওপরেও প্রতিবন্ধকতা লাগাতে পারে ভারতীয় সরকার ।