Read Time:53 Second
পাঞ্জাবে বিষমদের দাপটে ফের মৃত্যু । মৃতের সংখ্যা বেড়ে ৩৮ । ঘটনা ঘটে পাঞ্জাবের তিন জেলা অমৃতসর, বাটালা ও তর্ন তরনে ৷ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ বেশ কয়েকজন গুরুতর অসুস্থ ৷ তর্ন তরনে ১৩, অমৃতসরে ১১ ও বাটালায় মৃত্যু হয়েছে ৮ জনের । ডিজিপি দীপঙ্কর গুপ্তা জানিয়েছেন,এর আগে ২৯ জুলাই অমৃতসরের দুটি গ্রামে ৫ জনের মৃত্যু হয় ৷ শুক্রবার রাতের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হয়ে যায় ৷ তদন্তে পুলিশ ।
