Read Time:50 Second
খবর মিলেছে পাকিস্তানে জইশ হেডকোয়ার্টারের সঙ্গে কাশ্মীর থেকে বসে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে কাশ্মীরের জইশ জঙ্গিরা। নতুন করে ভারতে জঙ্গি পাঠানো নিয়ে কাশ্মীর -পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মধ্যে চলছে কথপোকথন, এনআইএর তদন্তে উঠে এসেছে গোপন কোডে গোপন তথ্য । পাকিস্তান থেকে করোনা রোগীদের ভারতে পাঠানোর সড়যন্ত্র পাকিস্তান গ্রহণ করেছিল। এর পর কাশ্মীরে জইশ হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন চাল চালতে শুরু করেছে পাকিস্তান।
