Read Time:58 Second
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের চলে যাওয়ার পর রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের কথা ভেবে পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি বাছাইয়ের কাজ শুরু করল এআইসিসি ৷ কংগ্রেস সূত্রের খবর, তালিকায় আপাতত তিনটি নাম রয়েছে যারা হলেন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান ও অধীর চৌধুরী ৷ তিন জনেই দলের বিশিষ্ট নেতা। এর আগেও তাঁরা সভাপতিত্ব সামলেছেন ৷ অধীর চৌধুরী এই মহূর্তে লোকসভায় দলের নেতা এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। ফলে, তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতিত্ব দেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ৷
