প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আরও সংকট জনক।মাথায় অস্ত্রোপচার, বর্তমানে ভেন্টিলেশনে তিনি।

user
0 0
Read Time:1 Minute, 57 Second

৮৪ বছর বয়সী অস্ত্রোপচারের আগেই কোভিড -১৯ পজিটিভ হিসাবে ধরা পড়েন, বর্তমানে দিল্লির একটি হাসপাতালে ভেন্টিলেটর সহায়তায় রয়েছেন তিনি। মস্তিস্কে অস্ত্রোপচারের পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের(৮৪) শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি এখনও সঙ্কটজনক। ভেন্টিলেশনেই রয়েছেন এখনও।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতালের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল, তা বের করতে ১০ অগস্ট, সোমবার জরুরিভিত্তিতে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তার পরেও উন্নতির লক্ষণ দেখা যায়নি, এবং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।”

এদিকে সোমবার বিকেলে নিজেই টুইট করে তাঁর করোনা সংক্রমণের কথা জানান প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee tested Covid-19 positive)। তিনি টুইট করেন, “অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আবেদন গত কয়েকদিন, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন এবং কোভিড-১৯ পরীক্ষা করান।”

চিকিৎসকদের আশা ছিল, অস্ত্রোপচারের পর প্রণবের শারীরিক অবস্থার উন্নতি হবে। কিন্তু তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলেই উদ্বেগ বাড়ছে। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ৷ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে, দিতে হচ্ছে অক্সিজেন৷

সুজিত বসুর পর রাজ্য মন্ত্রিসভায় ফের করোনা সংক্রমণ। এবার কোভিডে আক্রান্ত হলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ।সোমবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রিপোর্ট আসে পজিটিভ। প্রথমে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে স্বপনবাবুকে স্থানান্তরিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে৷ এমনিতে বাংলার রাজনীতিতে […]

Subscribe US Now

error: Content Protected