৮৪ বছর বয়সী অস্ত্রোপচারের আগেই কোভিড -১৯ পজিটিভ হিসাবে ধরা পড়েন, বর্তমানে দিল্লির একটি হাসপাতালে ভেন্টিলেটর সহায়তায় রয়েছেন তিনি। মস্তিস্কে অস্ত্রোপচারের পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের(৮৪) শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি এখনও সঙ্কটজনক। ভেন্টিলেশনেই রয়েছেন এখনও।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতালের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল, তা বের করতে ১০ অগস্ট, সোমবার জরুরিভিত্তিতে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তার পরেও উন্নতির লক্ষণ দেখা যায়নি, এবং শারীরিক অবস্থার অবনতি হয়েছে।”
এদিকে সোমবার বিকেলে নিজেই টুইট করে তাঁর করোনা সংক্রমণের কথা জানান প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee tested Covid-19 positive)। তিনি টুইট করেন, “অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আবেদন গত কয়েকদিন, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন এবং কোভিড-১৯ পরীক্ষা করান।”
চিকিৎসকদের আশা ছিল, অস্ত্রোপচারের পর প্রণবের শারীরিক অবস্থার উন্নতি হবে। কিন্তু তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলেই উদ্বেগ বাড়ছে।
