Read Time:1 Minute, 9 Second
মারা গেলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী ৷ কোভিড আক্রান্ত হয়ে ৩০ জুলাই থেকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন, বৃহস্পতিবার দুপুর ১.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ ১ অগস্ট থেকে ভেন্টিলেশনে ছিলেন তিনি ৷ শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সভাপতি ছিলেন শ্যামল চক্রবর্তী ৷ সামলেছেন রাজ্যের পরিবহণ দফতরের দায়িত্বও ৷ রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি ৷ শ্যামল চক্রবর্তীর কন্যা, অভিনেত্রী উষসী চক্রবর্তীর ভেঙে পড়েছেন ক্ষোভে ৷ তিনি জানিয়েছিলেন, তাঁর বাবার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তিনি । রাজনৈতিক জগতে শোকের ছায়া ।
