Read Time:58 Second
বর্তমানে প্রায়শই খবর মিলছে বজ্রাঘাতে মৃত্যুর । আবারও সোমবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হাওড়া জেলা মিলিয়ে তিন জায়গায় ভয়াবহ বাজ পড়ে মৃত্যু হয়েছে ১১ জনের, আহত হয়েছেন আরও ৪ জন । বাঁকুড়াতে মৃত্যু হয়েছে ৫ জনের । পূর্ব বর্ধমানেও মৃত্যু হয়েছে ৫ জনের। ১ জনের মৃত্যু হয়েছে হাওড়ায় ।
৫ জনের মধ্যে বাঁকুড়ার ওন্দা ও বাঁকুড়া সদর পুলিশ স্টেশনের আওতায় এক মহিলা সহ দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তাঁরা মাঠে কাজ করছিলেন সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় । আরও দুজনের মৃত্যু হয় ওন্দাতেই । মৃত আরেকজন ছিলেন গঙ্গাজলঘাঁটির বাসিন্দা ।
