Read Time:1 Minute, 3 Second
ফের বাড়ল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম, এই নিয়ে পর পর তিন মাস বাড়ল দাম। একে জুন, জুলাই মাসে পর আগস্টেও ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম উর্দ্ধমুখী।গত জুন মাসে গ্যাসের দাম ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল সংস্থাগুলি। কলকাতায় তখন সিলিন্ডারের দাম সাড়ে ৩১ টাকা বেড়েছিল । জুলাই মাসে দাম বেড়ে হয়েছিল ৬২০ টাকা ৫০ পয়সা আর এখন অ্যারও ৫০ পয়সা বেড়ে দাম হল ৬২১ টাকা। আজ, শনিবার ১ অগস্ট থেকেই কার্যকর হবে এই নয়া দাম। করোনা পস্থিতিতে আর্থিক মন্দায় সকলেই । এর মধ্যে গ্যাসের এই নতুন দাম মধ্যবিত্তের হেঁসেলে সমস্যার সৃষ্টি করতেই পারে ।
