Read Time:1 Minute, 20 Second
ফের একবার দিন বদল হল লকডাউনের। বুধবার নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, আগামী ২৮ অগস্ট যে লকডাউন ছিল তা বাতিল করা হচ্ছে। মুখ্যসচিব রাজীব সিনহা নয়া এই নির্দেশিকা জারি করেছেন।
২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই ওই দিনে লকডাউন প্রত্যাহারের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল টিএমসিপি।এর আগে ২৭ ও ২৮ অগাস্ট রাজ্যে লকডাউন থাকবে বলে ঘোষণা করা হয়। অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার লকডাউন ছিল। আবার পরের সপ্তাহের শুরুর দিন অর্থাৎ ৩১ অগস্ট সোমবারও রাজ্যে লকডাউন রয়েছে। মাঝের দু’দিন শনি ও রবিবার ব্যাঙ্ক পরিষেবা বন্ধ।পরপর লকডাউন চললে ব্যবসার কাজে ও ব্যাংকের কাজে সমস্যা হতে পারে।
তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, চলতি মাসে আর চারদিন রাজ্যজুড়ে লকডাউন থাকবে। সেই দিনগুলি হল ২০, ২১, ২৭ ও ৩১ অগস্ট।
