Read Time:1 Minute, 1 Second
ফ্লিপকার্ট বাজারে আনতে চলেছে নতুন পরিষেবা ‘হাইপারলোকাল’। মূলত করোনার জেরে ভারতের বিভিন্ন জায়গায় লকডাউন রয়েছে ফলে বাজারঘাট বন্ধ। অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্ট, নতুন এই পরিষেবায় মাত্র ৯০ মিনিটের মধ্যে পৌঁছে যাবে সমস্ত পণ্য। মঙ্গলবার এই কথা জানিয়েছে সংস্থা। অর্থাৎ বুক করার কিছু ক্ষণের মধ্যেই গ্রাহকের হাতে পৌঁছে যাবে পণ্য। মুদিখানার দ্রব্য, মোবাইল ফোন-সহ নানা জিনিস ৯০ মিনিটের মধ্যে ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনাতেই এই নতুন পরিষেবা এনেছে ফ্লিপকার্ট। সংস্থার তরফে এই পরিষেবার নাম দেওয়া হচ্ছে ‘ফ্লিপকার্ট কুইক’।
