টানা ৬ ঘন্টা অচেতন অবস্থায় বাড়িতে পড়ে ছিলেন বাগবাজারের বাসিন্দা এক বৃদ্ধা । করোনা সন্দেহে সাহায্যে এগিয়ে আসেনি পাড়া-প্রতিবেশী, আত্মীয়দের কেউই । অবশেষে বিনা চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু ।
বৃদ্ধার নাম ছায়া চট্টোপাধ্যায় বয়স ৭০ বছর । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিবেশীরা তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন কিন্তু, করোনা সন্দেহে কেউই তার কাছে যেতে সাহস পাননি বলেই । পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই মহিলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

করোনা সন্দেহে প্রতিবেশীদের কাছে হেনস্থা হচ্ছেন অনেকেই । মানুষ এতটাও অমানবিক হতে পারে কি করে । করোনার জন্যেই মানুষের মৃত্যু হচ্ছে নাকি মানুষ নিজেই নিজের মৃত্যু পথে অ্যারও এক ধাপ এগিয়ে যাচ্ছে ? মানুষের প্রতি মানুষের কর্তব্য হারিয়েই যেতে বসেছে । বিধি মানতে গিয়ে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে এমটাই মতামত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ।