ভারতের মাটিতে নামতে চলেছে রাফায়েল। আজ প্রথম ব্যাচের ৫টি রাফায়েল জেট নামছে আম্বালায় । দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাফায়েল আসছে দেশে। অম্বালা এয়ার বেসে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া। এয়ার ফোর্স স্টেশনের চারপাশে উলিশের কড়া নজদারি এবং পাহারা চলছে । ফরাসী পোর্ট সিটি মেরিগন্যাক এয়ারবেস থেকে টেক অফ করেছে এই ৫ টি বিমান । এই বিমানগুলিতে আগে থেকেই লাগানো থাকছে অত্যাধুনিক মানের মিসাইল যা প্রায় ১৫০ কিমি দূরে থাকা যে কোনও শত্রূকে মুহূর্তে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত-চিন সংঘাতের পরিস্থিতিতে পুরোপুরিভাবে যুদ্ধের জন্যে প্রস্তুত করেই রাফায়েলগুলি পাঠানো হচ্ছে। রাফায়েল জেটগুলি একটানা ১০ ঘন্টা ধরে ওড়ার ক্ষমতা রাখে, তবে এর মাঝে ৬ বার জ্বালানি ভরার প্রয়োজন হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাফায়েলে ১০০০ কেজির একটি ক্যামেরা রয়েছে, যা এক হাজার ফুট নীচে মাটিতে পড়ে থাকা কোনও ছোট ক্রিকেট বলের ছবিও পরিষ্কার তুলতে পারবে । এটি বিশ্বের এমন একটি এয়ারক্রাফট যা নিজের থেকে দেড়গুণ বেশি ভারি ওজন বহনে করতে সক্ষম, ১৬ টনের বোম ও মিসাইল বহন করা সম্ভব। মাল্টি ডিরেকশনাল রাডারের জন্য একই সময়ে ৪০টি টার্গেটকে আঘাত করতে সক্ষম রাফায়েল, তাও ১০০ কিমি দূর থেকে। এক মিনিটে ২৫০০ শেল ছুঁড়তে পারে এই রাফায়েল । রাফায়েলের গতিবেগ ঘন্টায় ২,১৩০ কিলোমিটার ।
