মুকুল রায়কে নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে নাকি সরতে চলেছেন খড়গপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। এমনই খবর মিলেছে সূত্র মারফত। বিজেপির রাজ্য কমিটির এক সদস্যের কাজে অখুশি কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁকে নিজের পদ থেকে সরে যাওয়ার জন্য চাপ দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। কেন্দ্রীয় নেতারা নিজেদের অবস্থানে অনড় থাকায় দিলীপবাবু কোন অবস্থান নেবেন সেটাই এখন দেখার বিষয়। ২০১৫ সালে বঙ্গ বিজেপির সভাপতি পদে আসীন হন দিলীপ ঘোষ। তারপর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষমতা বৃদ্ধি হয় বিজেপির। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্রে ঐতিহাসিক জয় হাসিল করেন দিলীপবাবু। এরপরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসনে জয়লাভ করেন বিজেপির প্রার্থীরা। যা বঙ্গ বিজেপির ইতিহাসে রেকর্ড। এই বিষয়ে রাজ্য বিজেপির কোনও নেতা এখনও মুখ খোলেননি। সকলেই বিষয়টি নিয়ে এড়িয়ে গিয়েছেন। বিজেপির এক রাজ্য সম্পাদক ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে চলতি সপ্তাহে বড় সাংগঠনিক রদবদল হতে পারে! দিলীপ ঘোষের ইস্তফার বিষয়ে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্টতই জানিয়েছেন, ‘যা হবে সবাই জানতে পারবে। এখন কিছুই বলা যাবে না।’
