Read Time:1 Minute, 5 Second
বৃষ্টিতে নাজেহাল অবস্থা লিলুয়ার । কোথাও হাঁটুজল, খানাখন্দ ভরে গেছে রাস্তায়, যে কোন মুহূর্তে হতে পারে অ্যাক্সিডেন্ট । মাঝে মাঝেই এরম অবস্থার সম্মুখীন হতে হয় লিলুয়ার বাসিন্দাদের। তাঁর ওপর, স্কুটি, সাইকেল, টোটো উলটে যাওয়া কিংবা পড়ে গিয়ে কারও হাত-পা ভাঙা এসব তো লেগেই আছে। নিজের এলাকাবাসীর এই ধরণের সমস্যা নিয়েই সরব হলেনে গায়িকা ইমন চক্রবর্তী। দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন লিলুয়ার রাস্তাঘাট নিয়ে । প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে বার বার বলেও লাভ হয়নি কোন, তাই এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন।
