প্রতিবন্ধী করোনা সতর্কী করন রাখী তৈরীতে ব্যস্ত কচিকাঁচা থেকে শুরু করে পরিবার-পরিজন, হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। তারই মাঝে ভাতৃত্বের বন্ধনে বিভিন্ন থিমে রাখী তৈরীতে ব্যস্ত থাকতে হয় নিমতৌড়ী হোমের আাবাসিক ও দিব্যাঙ্গদের। সেভ ড্রাইভ সেভ লাইফ, মিশন নির্মল বাংলা, ব্ল্যাক মানি কাটমানি, রক্তদান, কন্যাশ্রী, এবারের রাখী তৈরীতে নতুন থিম আনল করোনা ভাইরাস কোভিড – ১৯। করোনাকে জয় করতে সামাজিক দূরত্ব বজায রাখুন, মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। এই বার্তা নিয়ে এবছর ৫ হাজার রাখী তৈরীতে ব্যস্ত হোমের আবাসিকরা। করোনা ভাইরাসের জন্য যদিও অর্ডার খুবই কম। তবুও এই রাখী স্বাস্থ্য বিধি মেনে পথ চলতি সাধারণ মানুষকে সপ্তাহ ব্যাপী পরিয়ে ভাতৃতের বন্ধনের সাথে সাথে জীবন সুরক্ষার বার্তা পৌঁছে দিতে এখন রাখী তৈরী চলছে জোর কদমে। বিক্রির জন্য খোলা হয়েছে বিশেষ কাউন্টার উপার্জন নয়, এখন এই পরিবেশ পরিস্থিতিতে বিশেষ সচেতনতার বার্তা পৌঁছে দেবে এই রাখী।
