অযোধ্যাতে আগামিকাল রামমন্দির নির্মাণের ভূমি পুজো । ঠিক তার আগে টুইট করেন কংগ্রেস নেত্রী ! প্রিয়াঙ্কা আশা প্রকাশ করে জানিয়েছেন যে রামের জন্মভূমির বিতর্কিত জায়গায় আগামিকালের অনুষ্ঠান “জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক চর্চার” একটি উপলক্ষে পরিণত হবে। “সারল্য, সাহস, সংযম, ত্যাগ, প্রতিশ্রুতি, দীনবন্ধু রামের নামের সারাংশ। রাম সবার সঙ্গে আছেন, রাম সকলের জন্য আছেন,” হিন্দিতে টুইট করেছেন উত্তর প্রদেশ কংগ্রেসের ইনচার্জ প্রিয়াঙ্কা গান্ধি।
গত বছরের নির্বাচনের আগে, প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে পূর্ব উত্তর প্রদেশে দলের পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল। আগামিকাল অযোধ্যাতে কংগ্রেসকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।
কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বলেছিলেন, “যুগ যুগ ধরে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের ঐতিহ্যকে পুনরায় নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।” রণদীপ সুরজেওয়ালা জানিয়েছিলেন যে কংগ্রেস মন্দির নির্মাণের পক্ষেই ছিল।
