Read Time:50 Second
রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ । সংক্রমণ বাড়ায় চিন্তিত সাধারণ মানুষ থেকে প্রশাসনও। এমন অবস্থায় ফের লম্বা লকডাউন হতে পারে রাজ্যে । হতে পারে টানা ৭ দিনের লম্বা লকডাউন । মঙ্গলবার নবান্নে লকডাউন হবে কিনা সেই বিষয়ে জানাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । লকডাউন হলেও তা কতদিন থাকবে, কোন এলাকায় কী কী নিয়ম থাকবে তাও জানাবেন তিনি । লকডাউন শুরু হয়ে যেতে পারে আগস্টের প্রথম থেকেই । শীঘ্রই প্রশাসনের তরফে নেওয়া সিন্ধান্ত জানানো হবে বলে সুত্রের খবর ।
