সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ নিয়ে ইতিমধ্যেই সরগরম গোটা রাজনৈতিক মহলে

admin
0 1
Read Time:2 Minute, 26 Second

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ নিয়ে ইতিমধ্যেই সরগরম গোটা রাজনৈতিক মহলে,যেখানে বর্তমান শাসক দলের কর্মী-সমর্থকদের উপর আঙ্গুল তুলে একাধিক প্রতিবাদ করছে রাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি, সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে র সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিল বিজেপি নেতৃত্ব, বিজেপি নেতৃত্বের অভিযোগ ঘূর্ণিঝড় আমফানের তান্ডব যেসব মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কোনো ক্ষতিপূরণ পাননি বরং যাদের কোনো ক্ষতি হয়নি তারাই ক্ষতিপূরণ পেয়েছে এইসব দুর্নীতি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এই দিন বিক্ষোভ কর্মসূচি, এই দিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সহ একাধিক বিজেপি নেতৃত্ব, দাবি গুলো হলো বিরোধী পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য কে মান্যতা দিতে হবে, এলাকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের প্রকল্পের আওতায় আনতে হবে, এখানেই শেষ নয় 2018 সাল থেকে যেসব কাজ করা হয়েছে সেই সব কাজের খতিয়ান তুলে ধরতে হবে, এই দিন একাধিক দাবি-দাওয়া নিয়ে স্মারক লিপি জমা দেয়া হয় বিজেপির পক্ষ থেকে, তবে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রমিন মোহাম্মদের বক্তব্য গ্রাম পঞ্চায়েতে কোন দুর্নীতি মূলক কাজ হয়নি, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কে সামনে রেখে সমস্ত উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রবিবার থেকে এই সমস্ত জায়গায় লকডাউন দেখে নিন!

দ্রুত হারে বাড়ছে পূর্ব বর্ধমান জেলায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শুক্রবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। একইসঙ্গে কেবলমাত্র আক্রান্ত হয়েছেন ১৯ জন। সবমিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত এসে দাঁড়িয়েছে মোট ৫৪৩ জন। এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭ জন।

Subscribe US Now

error: Content Protected