Read Time:1 Minute, 21 Second

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়বিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ওঁনার স্নায়বিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। ওঁনার যে জিসিএস স্কোর ১১-র আশপাশে ছিল, সেটা আবার ৯-১০-এর আশপাশে নেমে গিয়েছে। পাঁচ সদস্যের স্নায়ুরোগের বোর্ড জানিয়েছে, ইমিউনোগ্লোবিন এবং স্টেরয়েডের ফলে এটা হয়েছিল। সেই ওষুধ বন্ধ করে দেওয়ায় জিসিএস স্কোর আবার কমে গিয়েছে।’ তবে উৎকণ্ঠা থাকলেও আগের তুলনায় সৌমিত্রবাবুর অঙ্গপ্রত্যঙ্গ ভালো আছে বলে জানানো হয় হাসপাতালের তরফে। পাশাপাশি অধিকাংশ সময় তাঁকে অক্সিজেন দিতে হতে হচ্ছে না। ওঁনার জ্বর নেই। ওঁনার কিডনি, লিভার এবং জমাট বাঁধার কাজ ঠিক আছে। নয়া কোনও সংক্রমণ ধরা পড়েনি। রক্তচাপও নিয়ন্ত্রণে আছে। হৃদপিণ্ড ভালো আছে।’