করোনায় মৃতের দেহ নিয়ে ফের অশান্তি । হোম আইসোলেশনে ছিলেন সোনারপুরের এক বৃদ্ধ । তখনই তাঁর মৃত্যু হয় । মৃত্যুর পর কোভিড পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে । ১৭ ঘন্টা বাড়িতেই পড়ে থাকে দেহ । ডেথ সার্টিফিকেট পেতেও সমস্যা তৈরি হয় বলে জান্য পঞ্চায়েত সমিতি ।
কোভিড পরীক্ষার টেস্ট কিট তৈরির জন্য অন্য়ান্য় দেশের পাশাপাশি ভারতেও চলছে এক গবেষণা । ইজরায়েলের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে এমনই এক টেস্ট কিট তৈরি করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যাতে পরীক্ষা সম্ভব হতে পারে মাত্র ৩০ সেকেন্ডেই । ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা বলেন, এই টেস্ট কিট ভবিষ্যতে গেম চেঞ্জার হয়ে […]