Read Time:1 Minute, 23 Second
ঘূর্ণিঝড় বিধ্বস্ত ১১০টি পরিবারের পাশে দাঁড়ালেন সিদ্ধার্থ মালহোত্রা । ৩ জুন মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল সাইক্লোন নিসর্গ। ক্ষতিগ্রস্ত বহু এলাকা । ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্রের রায়গড় জেলার ধারাবালি গ্রাম।ঝড়ের ফলে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে । বলিউড অভিনেতা সিদ্ধার্থের স্পট বয় সমীর এই গ্রামেরই বাসিন্দা। লকডাউনের সময় সমির নিজের গ্রামের বাড়িতে গিয়ে এই পরিস্থিতি দেখে সিদ্ধার্থ মালহোত্রাকে জানান গ্রামের বিধ্বস্ত অবস্থার কথা। সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ তাঁর স্পট বয় সমির ও তাঁর পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত নেন শুধু তাই নয় গ্রামের আরো ১১০টি পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত নেন এই তারকা । এই পরিবারগুলির হাতে খাবার, ব্যাটারি টর্চ এবং অ্যারও কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তিনি ।
