২০২০ সালের ১৫ই অগাষ্টই দিশা দেখাবেন প্রধানমন্ত্রী। চলতি বছরের স্বাধীনতা দিবসে সামনে আনা হবে এক ভিশন ডকুমেন্ট, যাতে ২০২১ সালের ৭৫ তম স্বাধীনতা দিবসের লক্ষ্য নির্দিষ্ট করা হবে। ২০২২ সালের মধ্যে ভারতকে দারিদ্রতা মুক্ত ও দুর্নীতি মুক্ত এক দেশে পরিণত করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে খবর।
২০ বিশ্বকাপ বাতিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকাশ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের সূচি। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে বসবে এই টুর্নামেন্ট। কিন্তু তারমধ্যেই শোনা গেল, আইপিএলের ফাইনাল দু’দিন পিছিয়ে যেতে পারে। ৮ নভেম্বরের জায়গায় তা হতে পারে ১০ নভেম্বর।