Read Time:1 Minute, 5 Second
লকডাউনের জন্য ২১ দিন পর আবার শুরু হল কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। কোভিডের কারণে বন্মেধ ছিল মেট্রোর কাজ । ধর্মতলা থেকে বউবাজার রুটে মেট্রো নির্মাণের কাজের দায়িত্বে থাকা টানেল ইনচার্জ সহ প্রায় ৩০ জন আধিকারিক করোনা আক্রান্ত হয়েছিলেন । ফলে, পিছিয়ে যায় ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ধর্মতলা থেকে শিয়ালদহ রুটের কাজ। এর আগেও বউবাজারে বাড়ি ভেঙে পড়ায় টানেল তৈরির কাজ আটকে যায়। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিডেট আশায় ছিল যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শিয়ালদহ অবধি টানেলের কাজ হয় যাবে। কিন্তু বর্তমান পরস্থিতির জন্যে আটকে যায় এই কাজ ।
