Read Time:1 Minute, 14 Second
কোভিড পরীক্ষার টেস্ট কিট তৈরির জন্য অন্য়ান্য় দেশের পাশাপাশি ভারতেও চলছে এক গবেষণা । ইজরায়েলের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে এমনই এক টেস্ট কিট তৈরি করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যাতে পরীক্ষা সম্ভব হতে পারে মাত্র ৩০ সেকেন্ডেই । ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা বলেন, এই টেস্ট কিট ভবিষ্যতে গেম চেঞ্জার হয়ে উঠবে। এই টেস্ট কিট ভবিষ্যতে গেম চেঞ্জার হয়ে উঠবে এমনটাই মন্তব্য ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকার । ভারতীয় সায়েন্টিস্ট কে বিজয় রাঘবন ও DRDO সংস্থার সঙ্গে কাজ করছে ইজরায়েল । এই পরিস্থিতির মধ্যে বেশ কয়েকবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহুর সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
