আবারও নিম্নচাপের আশঙ্কা রাজ্যে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 21 Second

সকাল হলেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে রাজ্যে। আর এরই মধ্যে ডিসেম্বরের শুরুতে বৃষ্টির পূর্বাভাস নিয়ে এল আবহাওয়া দপ্তর । জানা যাচ্ছে ডিসেম্বরের শুরুতেই বৃষ্টিপাত হতে চলেছে রাজ্য জুড়ে। আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। আর সেই নিম্নচাপের জেরেই নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তীতে শক্তি বাড়াতে পারে সেই নিম্নচাপ । এমনকি আন্দামান সাগর থেকে ক্রমাগত বঙ্গোপসাগরের দিকে প্রত্যাবর্তন হতে পারে ওই নিম্নচাপের। জানা যাচ্ছে বর্তমানে এই নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে। যদিও পরবর্তীতে এই অভিমুখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে । যদি গতিপথ পরিবর্তন হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি বাংলাদেশের দিকে রওনা দিতে পারে এই নিম্নচাপ ।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ মহানগরীতে উষ্ণতার পরিমাণ ১৮ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সকাল হতে না হতেই শীতের আবহাওয়া জানান দেয় শহরবাসীকে, বেশ কিছুটা নামে তাপমাত্রার পারদও। উত্তুরে হাওয়ার কারণেই ক্রমাগত নামতে দেখা যাচ্ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ,আগামী তিন-চার দিন ধরে এই একই পরিমাণ উত্তুরে হাওয়া বইতে থাকবে রাজ্যে। মহানগরীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ডিগ্রি, যা অন্যান্য দিনের তুলনায় প্রায় ১ ডিগ্রি বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। ওদিকে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৭ থেকে ৯২ শতাংশ বর্তমান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'ওমিক্রন' ভ্যারিয়েন্ট নিয়ে জরুরি বৈঠকে মোদি । এম ভারত নিউজ

করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই মাথায় হাত পড়েছে কেন্দ্র সরকারের। জানা যাচ্ছে, ঘাড়ের কাছে এসেই নিঃশ্বাস ফেলছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। আর সেই কারণেই এবার তড়িঘড়ি বৈঠক ডাকলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জানা যাচ্ছে গত বৃহস্পতিবারই কেন্দ্র সরকারের তরফ থেকে একটি চিঠি দিয়ে সমস্ত রাজ্যগুলিকে অতিরিক্ত সর্তকতা অবলম্বনের নির্দেশ […]

Subscribe US Now

error: Content Protected