ফের আদালতে পার্থ চট্ট্যোপাধ্যায়, সঙ্গে আরও ছয় মাথা। এম ভারত নিউজ

admin

নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের আলিপুর আদালতে পেশ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।

0 0
Read Time:2 Minute, 18 Second

নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের আলিপুর আদালতে পেশ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এছাড়াও এই মামলায় ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহঅশোক সাহা, প্রদীপ সিং, ও প্রসন্ন রায়কেও পেশ করার কথা ছিল আদালতে। এরা প্রত্যেকেই এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন।

আইনজীবিরা তাদের জামিনের আবেদন করতে পারেন এদিন বলেই জানা গিয়েছিল, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকের জামিনের বিরোধিতা করা হবে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কেও আদালতকে জানানো হবে বলেই জানিয়েছে সিবিআই। এর আগে সিবিআই জানিয়েছিল, এসএসসির গ্রুপ সি মামলা এবং নবম-দশম শিক্ষক দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে তারা। এই অবস্থায় পার্থকে জামিন দিলে তদন্ত ব্যাহত হতে পারে।

গত ২২ শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। পরবর্তীকালে সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে। পার্থকে কেন্দ্রে রেখে সুবীরেশ, এসপি সিনহা কিংবা প্রসন্ন রায়রা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে রয়েছেন বলে সূত্রের খবর। আর সেই তথ্যই এখন জোরালোভাবে পেশ করতে চায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, প্রশ্নপত্র ফাঁস ডিএলএড-র। এম ভারত নিউজ

ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকার সঙ্গে নাম জড়িয়েছে পর্ষদের পাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তাঁর ছেলে সৌভিক সমেত তাপস মণ্ডল প্রমুখদের।

Subscribe US Now

error: Content Protected