নিজস্ব সংবাদদাতা , দুবরাজপুর :
রাজ্যে ফের বজ্রপাতে মৃত্যু হল একজনের। জানা যাচ্ছে কাল প্রবল বৃষ্টিপাতের সময় দুবরাজপুরে বজ্রপাতের ফলে মৃত্যু হয় নিমাই দাস নামে এক ব্যক্তির। সূত্রের খবর অনুসারে জানতে পারা যায়, দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রামের বাসিন্দা সে l পেশায় চাষী নিমাই, গতকাল বিকেলে মাঠে কাজ করতে গিয়ে বহু রাত পর্যন্ত বাড়ি না ফিরলে বাড়ির লোক তাঁকে খোঁজাখুঁজি করতে শুরু করে।
পরিবার সূত্রের খবর, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল বৃষ্টির কারণে কোথাও আটকে পড়েছেন তিনি। সম্ভবত বৃষ্টি থামলেই ফিরে আসবেন। তবে বৃষ্টিপাত থেমে যাওয়ার পর দীর্ঘ সময় পার হয়েও বাড়ি ফেরেননি নিমাই। তারপরই তাঁকে খুঁজতে যান তাঁর দাদা। অনেক খোঁজাখুঁজি করার পর রাত্রি ৯ টার সময় দেখা যায় মাঠের মধ্যে পড়ে রয়েছে তাঁর দেহ l মৃতের দাদা ফটিক দাস জানান, “বিকেলে চাষ করতে গিয়ে আর বাড়ি না ফিরলে আমরা খোঁজাখুঁজি শুরু করি। তারপর রাত্রি ৯ টার সময় মাঠেই তাঁর মৃতদেহ পাওয়া যায়। ” পরিবার সূত্রে জানা গেছে ,তাঁর তিনটি কন্যা সন্তান রয়েছে। তারপর রাত্রেই দুবরাজপুর গ্রামীন হাসপাতালে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয়, ময়নাতদন্তের জন্য আজ তা সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।