১১৩৯ বার পুশ আপ করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে নাম তুললেন পূর্ব মেদিনীপুর জেলার ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে তমলুকের কাকগেছিয়া গ্রামের বাসিন্দা শেখ আজিজুর রহমান । ২১ বছরের আজিজুরের বাবা শেখ রুহুল আমিন পেশায় একজন রাজমিস্ত্রি । আজিজুর চেন্নাইতে একটি বেসর কারি সংস্থার কাজে যোগ দিয়েছিলেন । মাত্র ৯ হাজার টাকা বেতনে তিন মাস কাজের পর কোম্পানি শাটডাউন হয় ফলে ফের সিকিউরিটি গার্ডের কাজ নেন তিনি । কিন্তু লকডাউন এর আগেই বাড়িতে আসায় কাজে আর ফিরতে পারেননি । ইচ্ছে ছিল শরীর চর্চার, কিন্তু টাকার অভাবে তা করা হয়ে ওঠেনি । তাই এবার স্কুলেরই এক বন্ধুর পরামর্শে বাঁশ কেটে দড়ি দিয়েই নতুন করে সাজিয়ে তোলেন জিম আর সেখানেই শুরু হয় শরীরি কসরত । শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর এই সাফল্যের পেছনে তিনি পাশে পেয়েছেন তাঁর বন্ধু সুমন ভক্তকে । তাতেই আছে এই অভাবনীয় সাফল্য । মাত্র ৩০ মিনিটের ব্যবধানেই পর্যায়ক্রমে ১১৩৯ বার পুশ আপ দিয়ে সারা দেশের মধ্যে রেকর্ড গড়ে ফেলেন আজিজুর । আজিজুরের সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয়রা ।
১১৩৯ বার পুশ আপ করে নয়া রেকর্ড তমলুকের আজিজুরের । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 45 Second