গতকাল রাত্রে পশ্চিমবঙ্গের ধুপগুড়িতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা । একটি পাথর বোঝাই ডাম্পার উল্টে গেল দুটি যাত্রীবাহী গাড়ির ওপর । এই ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের, তার মধ্যে চারজন শিশু আছে বলেই জানা যাচ্ছে ।

সূত্রের খবর অনুসারে জানা গেছে গতকাল এই ঘটনার পর থেকেই অবরোধ করা হয়েছে জাতীয় সড়ক। পাশাপাশি ঘটনায় উদ্ধার কাজে লাগিয়েছে সাধারন মানুষ ,দমকল কর্মী এবং পুলিশ বাহিনী। আরও জানা যাচ্ছে যে, ছোট দুটি গাড়িতে বৌভাত অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্যই ওই সকল যাত্রী যাচ্ছিলেন । সাধারণ মানুষের সহযোগিতায় ডাম্পারের তলা থেকে টেনেহিঁচড়ে বার করা হয় কিছু মানুষকে, ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বহু মানুষ। অভিযোগ একদল অসাধু ব্যবসায়ী দিনের পর দিন ডাম্পার ওভারলোডিং করে এই এলাকায় ফলে এরূপ দুর্ঘটনা হয়েছে বলেই জানা যাচ্ছে।