সোমবার থেকে ১৫ দিনের লকডাউন রাজস্থানে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 48 Second

দেশ জুড়ে কোভিড সংক্রমণ বেড়েই চলেছে। দেশের বেশ কিছু রাজ্যে কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগজনক।রাজস্থানে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৯ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে ১৫ দিনের জন্য লকডাউনের ঘোষণা করল সরকার। অর্থাৎ মরু রাজ্যে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলবে ।রাজস্থান সরকারের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, ১৯ এপ্রিল ভোর ৫টা থেকে ৩ মে ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে অশোক গহলৌত সরকার।এর এই লকডাউন চলাকালীন ৩ মে পর্যন্ত রাজস্থানের সব অফিস ও বাজার বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। রাজস্থানের স্বরাষ্ট্র সচিব অভয় কুমার নির্দেশিকায় জানিয়েছেন, এই ১৫ দিনে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকান ও অফিস খোলা থাকবে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সবজি ও ফল বিক্রি করা যাবে।

ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত খবরের কাগজ বিক্রি করা যাবে। এ ছাড়া প্যাকেটজাত খাবার, রেস্তরাঁ ও মিষ্টির দোকান থেকে রাত ৮টা পর্যন্ত হোম ডেলিভারির ব্যবস্থা থাকবে। রাজস্থানে সব শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও বিনোদন পার্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কোনও রাজ্য থেকে রাজস্থানে ঢুকতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে বলেই জানানো হয়েছে। দেশে দৈনিক সংক্রমণ বেড়ে প্রায় পৌনে ৩ লাখ, অর্থাৎ দেশে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেল| গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। এক দিনে মৃত্যুর নিরিখে গোটা করোনা পর্বে যা সর্বোচ্চ। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে রাজস্থানে এর আগে ১৬ এপ্রিল থেকে নাইট কার্ফু ঘোষণা করেছিল সরকার। এ বার ১৫ দিনের জন্য লকডাউনের ঘোষণা করা হল|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বন্ধ হল করোনা যোদ্ধাদের বীমা প্রকল্প । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কপালে ভাঁজ ফেলেছে সমস্ত সরকারি মন্ত্রকের। ইতিমধ্যে সংক্রমণের মাত্রা ঊর্ধ্বগামী হওয়ায় ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় সংক্রমিত দেশের স্থানে নাম লিখিয়েছে ভারত। হাসপাতালে নেয় পর্যাপ্ত বেড, মিলছেনা পর্যাপ্ত ওষুধ ,ভ্যাকসিন তলানিতে এসে ঠেকেছে। জীবন-মরণ সংগ্রাম করে রোগীদের বাঁচানোর চেষ্টা করছেন করোনার যোদ্ধারা । এরই মধ্যে ‘কোভিড-যোদ্ধা’ ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের […]

Subscribe US Now

error: Content Protected