করোনা চিকিৎসায় এবার আশার আলো দেখাচ্ছে ডিআরডিও-র তৈরি ২-ডিজি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 43 Second

দেশজুড়ে সংক্রমণ যখন ৪ লক্ষ্যের গণ্ডি পার করে চলেছে তখন করোনা চিকিৎসার আশার আলো হিসাবে সামনে এল ডিআরডিও সংস্থার তৈরি ২-ডিজি। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি ওষুধে ছাড়পত্র দেওয়া হয়েছে ‘দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’ তরফ থেকে। ডক্টর রেড্ডি ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে তৈরি ওষুধটির নাম টু ডিজি বা টু ডিঅক্সি ডি গ্লুকোজ।করোনা আক্রান্ত হয়ে যে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাঁদের সুস্থ করে তুলতে এই ওষুধ কার্যকরী বলেই জানানো হয়েছে, সংস্থার তরফ থেকে।

সূত্রের খবর অনুসারে জানা যায় গত বছরের মে মাস থেকে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল। সব মিলিয়ে মোট ২২০ জন রোগীর শরীরে এই ওষুধের প্রয়োগ করা হয়েছিল ,যার ফলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ওষুধ ব্যবহারকারী কোন রোগীকে আলাদা করে অক্সিজেন গ্রহণ করতে হয়নি । এখনও পর্যন্ত জানা গেছে মোট ৩ ধাপে দেশের প্রায় ১১টি হাসপাতালে ঔষধের ক্লিনিক্যাল ট্রায়াল সম্বন্ধিত পরীক্ষা-নিরীক্ষা চলেছে । জানা গিয়েছে, পাউডার হিসেবে পাওয়া যাবে ওষুধটি। খাওয়ার সময়ে তা জলে গুলেই খেতে হবে। ৬৫ বছরের বেশি বয়সি রোগীদের ক্ষেত্রে এই ওষুধ সবচেয়ে বেশি কার্যকর হবে বলে জানানো যাচ্ছে এখনও পর্যন্ত।

চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় ওষুধের কার্যকারিতা বুঝিয়ে বলেন, “যে কোষগুলিতে আমাদের দেহে ভাইরাস দ্বারা সংক্রিত হবে, সেই কোষে শক্তি সংশ্লেষ বন্ধ করে দেয়। ফলে এই ওষুধ ব্যবহার করলে ভাইরাস পুষ্টি না পেয়ে মারা যাবে। যদিও সাধারণ কোষে এই ওষুধ কি ক্রিয়া করবে, কার্যকারিতা বন্ধ করে দেবে এখনও জানা যায়নি।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মমতার মন্ত্রিসভায় কারা থাকছেন দেখে নিন । এম ভারত নিউজ

সোমবার শপথ নেবেন রাজ্যের নবনির্বাচিত বিধায়করা,ইতিমধ্যেই সমগ্র রাজভবন ব্যস্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে। সোমবার নবনির্বাচিত বিধায়করা সকাল ১০:৪৫ মিনিটে রাজভবনে শপথ গ্রহণ করতে চলেছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সচিবালয় তরফ থেকে একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়েছে সমস্ত ভারপ্রাপ্ত মন্ত্রীদের নাম। জারি করা তালিকার মধ্যে ,পূর্ণমন্ত্রী পদ পেয়েছেন ২৪ জন বিধায়ক, […]

Subscribe US Now

error: Content Protected