দেশজুড়ে সংক্রমণ যখন ৪ লক্ষ্যের গণ্ডি পার করে চলেছে তখন করোনা চিকিৎসার আশার আলো হিসাবে সামনে এল ডিআরডিও সংস্থার তৈরি ২-ডিজি। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি ওষুধে ছাড়পত্র দেওয়া হয়েছে ‘দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’ তরফ থেকে। ডক্টর রেড্ডি ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে তৈরি ওষুধটির নাম টু ডিজি বা টু ডিঅক্সি ডি গ্লুকোজ।করোনা আক্রান্ত হয়ে যে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাঁদের সুস্থ করে তুলতে এই ওষুধ কার্যকরী বলেই জানানো হয়েছে, সংস্থার তরফ থেকে।
সূত্রের খবর অনুসারে জানা যায় গত বছরের মে মাস থেকে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল। সব মিলিয়ে মোট ২২০ জন রোগীর শরীরে এই ওষুধের প্রয়োগ করা হয়েছিল ,যার ফলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ওষুধ ব্যবহারকারী কোন রোগীকে আলাদা করে অক্সিজেন গ্রহণ করতে হয়নি । এখনও পর্যন্ত জানা গেছে মোট ৩ ধাপে দেশের প্রায় ১১টি হাসপাতালে ঔষধের ক্লিনিক্যাল ট্রায়াল সম্বন্ধিত পরীক্ষা-নিরীক্ষা চলেছে । জানা গিয়েছে, পাউডার হিসেবে পাওয়া যাবে ওষুধটি। খাওয়ার সময়ে তা জলে গুলেই খেতে হবে। ৬৫ বছরের বেশি বয়সি রোগীদের ক্ষেত্রে এই ওষুধ সবচেয়ে বেশি কার্যকর হবে বলে জানানো যাচ্ছে এখনও পর্যন্ত।
চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় ওষুধের কার্যকারিতা বুঝিয়ে বলেন, “যে কোষগুলিতে আমাদের দেহে ভাইরাস দ্বারা সংক্রিত হবে, সেই কোষে শক্তি সংশ্লেষ বন্ধ করে দেয়। ফলে এই ওষুধ ব্যবহার করলে ভাইরাস পুষ্টি না পেয়ে মারা যাবে। যদিও সাধারণ কোষে এই ওষুধ কি ক্রিয়া করবে, কার্যকারিতা বন্ধ করে দেবে এখনও জানা যায়নি।”