ডিসেম্বরের আগেই দেশে ২০০ কোটি ভ্যাকসিন, ঘোষণা কেন্দ্রের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 14 Second

দেশের কঠিন পরিস্থিতিতে ভ্যাকসিনের ডোজ নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের, ডিসেম্বরের আগেই দেশে ২০০ কোটি ভ্যাকসিন আসার কথা আছে বলেই জানালেন কেন্দ্রীয় সরকার। দেশে করোনা পরিস্থিতিতে চাপে পড়ে কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে আশার আলো দেখছে ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি। বর্তমানে বিভিন্ন রাজ্যে কোভিড ভ্যাকসিনের অভাব জনিত সমস্যায় প্রায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে বহু মানুষের। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে টিকাকরণের পরেও এখনও পর্যন্ত কেবল মাত্র ৩ % মানুষের শরীরে ভ্যাক্সিনেশন সম্ভব হয়েছে।

এবছরের শেষ নাগাদ দেশে যে ২১৬ কোটি ভ্যাকসিন ডোজ এসে পৌঁছাবার কথা বলা হচ্ছে। তার মধ্যে রয়েছে ৭৫ কোটি কোভিশিল্ড ও ৫৫ কোটি কোভ্যাকসিন ডোজ। শুধু তাই নয় থাকবে স্পুটনিক-ভি ভ্যাকসিনও। রাশিয়া তরফ থেকে এই ভ্যাকসিন কিছুদিন আগেই ভারতের মাটিতে এসে পৌঁছেছে। আজ নীতি আয়োগের চেয়ারম্যান ডা ভি কে পল সাংবাদিকদের বৈঠকে বলেছেন, ‘আগামী ৫ মাসের মধ্যে ভারতের হাতে এসে যাবে ২১৬ কোটি ভ্যাকসিন ডোজ। দেশের সবাই করোনা ভ্যাকসিন পাবেন।’ দেশের কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে , আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ২০০কোটি ভ্যাকসিন ভারতের মাটিতে পৌছলে ৮০ শতাংশ মানুষের মধ্যে টিকাকরণ সম্পন্ন করা সম্ভব হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার দফতর থেকে কিছুদিন আগেই দেশের ২টি ভ্যাকসিন নির্মাতা কোম্পানিগুলির কাছ থেকে আগামী দিনের ভ্যাকসিন নির্মাণের পরিকল্পনা জানতে চাওয়া হলে, ভারত বায়োটেকের তরফ থেকে জানানো হয়েছিল, অগস্টের মধ্যে ৭.৮২ কোটি ভ্যাকসিন উৎপাদনের কথা । ওদিকে সেরাম ইনস্টিটিউটের তরফ থেকে জানানো হয়েছিল, আগামী দিনে ভ্যাকসিনের উৎপাদন ১০ কোটিতে নিয়ে যেতে পারবেন তাঁরা । তবে সেই হিসেবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে কেন্দ্র সরকারের দেওয়া এই ২০০ কোটির লক্ষ্যমাত্রা কি পূর্ণ হবে?আদৌ কি সম্ভব ৮০% জনসাধারণের টিকাকরণ? প্রশ্ন থাকছে সাধারণ মানুষের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে । এম ভারত নিউজ

দেশজুড়ে বাড়ছে সংক্রমণ। আগামী ১লা জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালো মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরের সরকার। আগামী ১ জুন সকাল ৭টা পর্যন্ত মহারাষ্ট্রে লকডাউনের বিধি নিষেধ জারি থাকবে বলে জানানো হল মহারাষ্ট্র সরকারের তরফে। শুধু তাই নয়,সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে প্রতিদিন চার ঘণ্টা করে জরুরি পণ্যের দোকান খোলা রাখার অনুমতি […]

Subscribe US Now

error: Content Protected