করোনা আতঙ্কে টোকিওতে এক ভিন্নরূপী অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে এবার। জানা যাচ্ছে এবারের অলিম্পিকের অনুষ্ঠানের সূচনা পর্বের দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৩০ জন ভারতীয় খেলোয়াড়। নিয়মমত প্রতিবার ওইদিনই ইভেন্ট না থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয় সকলকেই। তবে সূচনা অনুষ্ঠানের পরবর্তী দিন এই যে সমস্ত খেলোয়াড়দের ইভেন্ট রয়েছে ,তাঁদের আগাম আইসোলেটেড করা হয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক পরিচালনা কমিটি। ৬ আধিকারিক সহ ভারতীয় দল উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবে। এ প্রসঙ্গে ভারতের এক আধিকারিক বলেন, “আমরা এমন কোনও পরিস্থিতি তৈরি করতে চাই না, যাতে আমাদের অ্যাথলিটরা করোনা আক্রান্ত হয়ে যায়। তাই উদ্বোধন অনুষ্ঠানে প্লেয়ার ও আধিকারিকদের সংখ্যা ৫০-এর কম রাখার সিদ্ধান্ত নিয়েছি। “

ভারতীয় দলের উপপ্রধান প্রেমকুমার ভার্মা জানিয়েছেন ”প্লেয়ারদের উদ্বোধন অনুষ্ঠানে সীমিত সংখ্যক রাখা হয়েছে, যাতে কোনও ভাবেই সংক্রমণ না হয়। যাঁরা পরের দিন মাঠে নামবেন, তাঁদের আগেই আইসোলেশনে রাখা হয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য ভারত থেকে টোকিও অলিম্পিকের উদ্দেশ্যে রওনা হওয়া মোট খেলোয়াড় কোচ এবং সাবকোচ ও সাপোর্টিং স্টাফ সব মিলিয়ে মোট সদস্য সংখ্যা ২২৮ জন । সেক্ষেত্রে করোনা সংক্রমনের সম্ভাবনা থেকেই যাচ্ছে। আগাম সর্তকতা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ভারতীয় আধিকারিকরা।