ফের নকশাল হামলা ছত্রিশগড়ে । ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের বিজাপুর ও সুকমা জেলার বর্ডারের জঙ্গলে।
শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর তিনটি ভিন্ন ব্যাটালিয়ন একত্রে ছত্রিশগড় রাজ্যের বিজাপুর ও সুকমা জেলার বর্ডারে অবস্থিত জঙ্গলে যৌথভাবে অভিযান চালায়। বিভিন্ন গোয়েন্দা দপ্তর থেকে তারা এই জঙ্গলে নকশাল আতঙ্কবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়েছিলো।
এই অপারেশনে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২২ জন জওয়ান শহীদ হয়েছেন। এছাড়াও এখনো পর্যন্ত বহু যৌথবাহিনীর কর্মী নিখোঁজ রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এই অভিযানে নকশালদের তরফে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে পরিস্কার ভাবে কিছু জানা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে, এই গুলির লড়াইয়ে নকশালদের তরফের অন্তত দুজন মারা গেছে এবং বেশ কয়েকজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।