Read Time:1 Minute, 24 Second
দীপাবলির আগেই উত্তপ্ত ভূস্বর্গ। শুক্রবার পাক সেনার অর্তকিত হামলায় নিহত ৭ জন। যাঁদের মধ্যে ৩ জন সেনা-জওয়ান ও ৪ জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। এদিন কাশ্মীরের গুরেজ থেকে উরি সেক্টরের এলএসি বরাবর আচমকাই গোলাবর্ষণ শুরু করে পাকসেনা। পালটা জবাব দেয় ভারতও।একইদিনে জম্মু-কাশ্মীরের পুঞ্চের সাওজিয়ান এলাকায় পাকসেনার অস্ত্রবিরতি লঙ্ঘনে আরও সাত ভারতীয় নাগরিক আহত হয়েছেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের কথায়, অনুপ্রবেশকারীরা ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে মর্টার ছোড়ে। যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।

প্রসঙ্গত কিছুদিন আগে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ হয়েছেন তিন ভারতীয় সেনা। প্রতিনিয়ত অ্যাম্বুলেন্সের হুটার ও বোমার আওয়াজে আতঙ্কে শিঁটিয়ে রয়েছে সীমান্তবর্তী গ্রামের নাগরিকরা।